২০২৫ সালের হজ্জে আস-সুন্নাহ ট্রাভেলস এর সফলতা

Hajj Umrah Agency in BD

সকল প্রশংসা, গৌরব ও মহিমা মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার, যাঁর অশেষ করুণা ও নিখুঁত পরিকল্পনায় আমরা আস-সুন্নাহ ট্রাভেলস পরিবার ২০২৫ সালের পবিত্র হজ্জ কার্যক্রম অভাবনীয় সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ২০২৫ সালের হজ্জ সম্পন্ন করে যখন আমাদের সম্মানিত হাজীরা ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনির স্মৃতি আর হৃদয়ে প্রশান্তি নিয়ে নিজ নিজ পরিবারে ফিরে গেছেন, তখন আমরা কেবল মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতায় সিজদাবনত হচ্ছি যিনি সকল ইবাদত কবুলের একনিষ্ঠ অধিকারী।

Hajj Umrah Agency in BD

২০২৫ সালের হজ্জ সফর থেকে শিক্ষনীয় বিষয়:-

হজ্জ সফর থেকে শিক্ষনীয় বিষয় হচ্ছে সাফল্য কখনোই হঠাৎ অথবা অপ্রত্যাশিত বিষয়ের সাথে সম্পৃক্ত নয় বরং এটি সঠিক নিয়ত, নিখুঁত পরিকল্পনা এবং আল্লাহর উপর অটল ভরসার ফসল। আমাদের এই সাফল্যের মূল ভিত্তি ছিল একটি সুস্পষ্ট লক্ষ্য এবং তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য হাজীদের জন্য শতভাগ সুন্নাহভিত্তিক, স্বচ্ছ এবং সর্বোচ্চ মানের একটি হজ্জের পরিবেশ নিশ্চিত করা। এই সাফল্যের সাথে আরও রয়েছেন আস-সুন্নাহ ট্রাভেলস এর সম্মানিত শরিয়াহ কনসালটেন্ট প্রফেসর ড. মোখতার আহমাদ এবং মুফতি কাজী ইব্রাহীম। তাদের সুন্নাহভিত্তিক জ্ঞানবিতরণ আমাদের প্রতিটি পদক্ষেপকে করেছে নির্ভুল ও আত্মবিশ্বাসী। তাদের দিকনির্দেশনায় আমরা নিশ্চিত করেছি যে, হজ্জের প্রতিটি আমল যেন কোরআন ও সহীহ সুন্নাহর আলোকে সম্পাদিত হয়। আমাদের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সফরের পূর্বপ্রস্তুতি। আমাদের পল্টনস্থ কার্যালয়টিকে হাজীদের জন্য ইসলামিক পরিবেশ দিয়ে তৈরি করেছি জ্ঞানচর্চা ও প্রস্তুতির কেন্দ্রস্থল। যেখানে একাধিক প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমরা হাজীদের শুধু হজ্জের নিয়মকানুনই শেখাইনি, বরং তাদের মানসিকভাবেও প্রস্তুত করেছি। ইহরামের কাপড় পরা থেকে শুরু করে মিনা ও আরাফাতের কঠিন দিনগুলোর জন্য মানসিক শক্তি জোগান দেওয়া— প্রতিটি বিষয়ে আমাদের নিবিড় প্রশিক্ষণ হাজীদের সফরের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দারুণভাবে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ।

পবিত্র ভূমিতে পদার্পণের পর আমাদের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ টিম এক মুহূর্তের জন্যও আল্লাহর মেহমানদের খিদমত থেকে বিরত থাকেনি এবং যারা অসুস্থ ছিলেন তাদের খেদমতেও ১০০% সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা ছিলো আমাদের মূল লক্ষ্য। এছাড়া লাখ লাখ মানুষের ভিড়ে, প্রচণ্ড গরমের মাঝে সময়মতো পরিবহন, মানসম্মত খাবার এবং আরামদায়ক আবাসনের ব্যবস্থা করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আল্লাহর রহমতে এবং আমাদের টিমের নিরলস পরিশ্রমে প্রতিটি বিষয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে আরাফাতের ময়দান এবং মুজদালিফার রাতে আমাদের স্বেচ্ছাসেবকরা যেভাবে হাজীদের পাশে থেকে সেবা দিয়েছেন, তা ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই সাফল্যের জন্য কৃতিত্বের দাবিদার আমাদের সম্মানিত হাজীগণ। তাঁদের ধৈর্য, শৃঙ্খলা এবং সহযোগিতাপূর্ণ মনোভাব ছিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। তাঁদের সন্তুষ্টি ও মুখের হাসিই ছিল আমাদের সকল পরিশ্রমের চূড়ান্ত পুরস্কার।

২০২৫ সালের এই হজ্জ আল্লাহর পক্ষ থেকে ছিল বড় নিয়ামত এবং আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য  প্রমাণ করতে চেয়েছি যে, সুন্নাহভিত্তিক নিয়ত ও পেশাদারিত্বের সাথে কাজ করলে আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব। মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র খিদমতকে কবুল করুন, সকল হাজীর হজ্জকে ‘হজ্জে মাবরুর’ হিসেবে কবুল করে তাঁদের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আমীন।

বিনীত কৃতজ্ঞতায়,
কর্তৃপক্ষ,
আস-সুন্নাহ ট্রাভেলস